টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড শিবনাথ স্কুল এলাকা থেকে ১০ রাউন্ড পিস্তলের গুলিসহ মন্টু নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে শিবনাথ স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। মন্টু পূর্ব আদালত পাড়া এলাকার পাহালিয়া মাতাব্বরের ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় মন্টু সেখান দিয়ে যাওয়া সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে দৌড়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৬/শরীফ