ফরিদপুর সদর উপজেলার কেশবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন পালন করেছে স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। আজ সোমবার দুপুরে স্কুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম, রামপ্রসাদ ঘোষ, দেলোয়ার হোসেন, আবদুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কতিপয় দুস্কৃতিকারী রাতের আধারে স্কুলের বিভিন্ন ক্ষতিসাধন করে আসছে। স্কুলের বেশ কয়েকটি ফ্যান, টিউবওয়েল ও আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে তারা। স্কুলের দরজা-জানালা ভেঙ্গে স্কুলের ক্ষতিসাধন করছে। এছাড়া এ চক্রটি সন্ধ্যার পর স্কুলের ক্লাস রুমের ভেতরে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলার কারণে স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবিলম্বে দুস্কৃতিকারীদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৬/শরীফ