টাঙ্গাইলের পৃথক দুই থানা থেকে দুইটি লাশ উদ্ধার করেছে কালিহাতী ও দেলদুয়ার থানা পুলিশ। দেলদুয়ার উপজেলার দিঘর গ্রাম থেকে আশরাফ আলী খান (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় আটিয়া ইউনিয়নের দিঘর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশরাফ আলী ওই গ্রামের সোহরাব আলী খানের ছেলে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, আটিয়া ইউনিয়নের দিঘর ও হিঙ্গানগর এই দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধীতার জের ধরে গভীর রাতে আশরাফ আলী খানকে হত্যা করে ফেলে রাখা হয়।
অপরদিকে, কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামের বিলকিছ বেগম (৩০) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টায় নিজ ঘর থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সৌদী প্রবাসী আনোয়ার হোসেন এর স্ত্রী বাড়িতে ৭ বছরের এক গৃহকর্মীকে নিয়ে থাকতো। সোমবার সকালে গৃহকর্মী ঘুম থেকে উঠে বিলকিছ বেগমের শোয়ার ঘরে বিবস্ত্র অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং পরে পুলিশকে খবর দেয়। ধারনা করা হচ্ছে রাতে তাকে দুবৃত্ত¡রা ধর্ষন করে হত্যা করে পালিয়ে গেছে।
লাশদুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৬/ আফরোজ