নতুন আইনে প্যাকেজভ্যাট পূর্ণবহালে এফবিসিসিআই ও এনবিআরের ৭টি সুপারিশ মানার দাবীতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা।
আজ বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স, জেলা দোকান মালিক সমিতি, ইটভাটা মালিক সমিতি, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, হোটেল-রেস্তোরা-বেকারী ও সেমাই মিল মালিক সমিতিসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স’র সভাপতি ইয়াকুব হোসেন মালিক ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন লেমন। এসময় ব্যবসায়ীরা প্যাকেজভ্যাট পূর্ণবহালে এফবিসিসিআই ও এনবিআর’র যৌথ কমিটির সিদ্ধান্তের বিষয়ে ৭টি সুপারিশ মানার দাবি জানান।
বিডি প্রতিদিন/ ৩০ মে ২০১৬/ হিমেল-০২