অর্থ আত্মসাতের মামলায় নোয়াখালী জেলা পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ তারিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তার বিরুদ্ধে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বিভিন্ন ব্যাংক থেকে জেলা পরিষদের ২ কোটি ৫৬ লাখ টাকা ৩৯ হাজার ৮শ ২৮ টাকা উত্তোলনের অভিযোগে মামলা করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রোববার জেলা পরিষদের প্রধান সহকারী সবিতা রানী দাস বাদী হয়ে সুধারাম মডেল থানায় তারিক হাসানকে আসামী করে মামলা দায়ের পর ঐদিন গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলা দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করছে।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো: তালেবুর রহমান জানান, হিসাবরক্ষক মোহাম্মদ তারিক হাসানকে জিজ্ঞাসাবের পর আদালতে হারিজ করা হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম জানান, অভিযুক্ত হিসাবরক্ষক মোহাম্মদ তারিক হাসান ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চেকে কর্মকর্তাদের জাল স্বাক্ষর করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন ও আত্মসাত করে।
গত ২৪ মে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আক্তার হোসেন চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। গত ২৬ মে তাকে চাকুরী থেকে বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/ ৩০ মে ২০১৬/ হিমেল-০৫