টাঙ্গাইলের বাসাইলে নৌকার বিজয় মিছিলের সময় বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল কাউলজানী গ্রামের চকপাড়ার বছির উদ্দিনের ছেলে।
জানা যায়, গত শনিবার উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হবি চৌধুরী জয়লাভ করেন। সেই উল্লাসে সোমবার আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দুপুরে মলিয়ানপুর এলাকায় এসে পৌঁছলে হটাৎ করে বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হন রবিউল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরী বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। আমি এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ