জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে সোমবার ভোর রাতে রহস্যজনকভাবে হাসমত আলী (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানা গেছে, সরিষাবাড়ী থানায় কর্মরত এসআই মতিউর রহমান রবিবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে সিএনজি চালক হাসমত আলীকে গ্রেফতার করে রাত্র ১২টার পর থানায় নিয়ে আসে। ওই রাতেই ভোরে রহস্যজনকভাবে হাসমত আলী থানার হাজতখানায় মারা যায়। তিনি পৌর এলাকার তারিয়াপাড়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।
পুলিশ সোমবার সকালে হাসমত আলীকে সরিষাবাড়ী হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মমতাজ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর সার্কেল মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সরিষাবাড়ী থানায় আসেন।
এ সময় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলকারীদের থানা গেটে আটকিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সরিফুল হক তাদেরকে সান্তনা দেন এবং জরুরি তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। লাশের প্রাথমিক তদন্ত শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন