সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ভ্রাম্যমান আদালত। সোমবার সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে ২টি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত।
এসময় উভয় কারখানার মালিককে নগদ ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক।
নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে অভিযানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাসের উপ-মহা ব্যাবস্থাপক প্রকৌশলী মুকবুল আহম্মদ, ব্যবস্থাপক ইনচার্জ আব্দুল কবির, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও উপ সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম প্রমূখ। এসময় প্রায় ২’শ ফিট অবৈধ লাইন অপসারন করে তিতাস গ্যাস কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ ৩০ মে ২০১৬/ হিমেল-০৬