চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর নলকুপের ২টি ট্রান্সফরমার চুরির সময় পুলিশ ৬ চোরকে আটক করেছে। সোমবার ভোরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কালীনগর জতিবাড়ী গ্রামের বশির উদ্দিনের ছেলে তোজাম্মেল (৪০), একই উপজেলার ধোবড়া বাজার এলাকার আবুল কাশেমের ছেলে মাহিদুর ইসলাম (২২), শাহবাজপুর গ্রামের ইয়াতিজ আলীর ছেলে ইসমাইল (২৫), মনাকষা খরিয়াল গ্রামের পারুলের ছেলে শিমুল আলী (২৮), সাত রশিয়া গ্রামের সেতাব উদ্দিনের ছেলে সমির (২৮) ও ভোলাহাট উপজেলার নামোমুশরিভূজা গ্রামের আশকার আলীর ছেলে হেলাল উদ্দিন (৩০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরুদ্দিন জানান, ভোরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে একটি গভীর নলকুপের ট্রান্সফরমার চুরির সময় তাদের আটক করা হয়। সেই সাথে ২টি ট্রান্সফরমার ও একটি ইজি বাইক উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-০৭