বরিশাল নগরীর মেরিন ওয়ার্কশপ মাঠ সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে অজ্ঞাতনামা এক যুবক নিখোঁজ হয়েছে। এদিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশীপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল করিম জানান, সোমবার দুপুর ১টার দিকে মেরিন ওয়ার্কশপ মাঠ সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে এক যুবক তলিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীরা প্রায় ২ ঘন্টা নদীর ওই পয়েন্টে তল্লাশী চালিয়েও নিখোঁজ যুবকের কোন সন্ধান পায়নি। এমনকি তার নাম পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশীপুরে পুকুরের পানিতে ডুবে আরিফা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবেদ পুকুরের পনিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন