সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের প্রলোভনে পড়ে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর বিয়ে নিয়ে তালবাহানা করায় সোমবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে তাড়াশ থানায় শামীমের নামে মামলা দায়ের করেছে।
শামীম উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের রমজান আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, গত রবিবার রাত ৯টার দিকে স্কুলছাত্রীকে একই গ্রামের লম্পট শামীম বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলেও এলাকার মাতব্বররা মীমাংসা করার আশ্বাস দেয়ায় থানায় অভিযোগ দেয়া হয়নি। কিন্তু কোন মীমাংসা না পেয়ে সোমবার রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী নিজে বাদী হয়ে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত শামীমকে গ্রেফতারের চেষ্টা বলছেও বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ২৯ জুন, ২০১৬/ আফরোজ