নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে ৩০ লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আট করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আলামিন (৩২) ও রাজশাহীর পবা থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত. এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা (৫৫)।
পুলিশ সূতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে রজনীগন্ধা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ফাহিমার কাছ থেকে তিনটি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে মোট ৩শ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৬/হিমেল-১৩