কুড়িগ্রামের রৌমারী উপজেলার নামাজের চর এলাকায় দিবাগত রাতে এক বৃদ্ধ ব্যাক্তি গণপিটুনির শিকার হয়েছেন। তাকে গরু চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয় বলে স্থানীয় সূত্রে প্রকাশ। আহত ব্যক্তি হলেন উপজেলার ছোট ধনতোলা গ্রামের ওহিমুউদ্দিন (৬০)।
উলিপুরের সাহেবের আলগা (নামাজেরচর) তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, সাহেবের আলগা ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় সন্ধায় সন্দেহজনকভাবে ঘুরাফিরা করছিল। এলাকাবাসীরা চোর চোর বলে চিৎকার দিলে সে দৌড় দেয়। এক পর্যায়ে লোকজন তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। ফলে সে মারাত্মক আহত হয়।
ঐ ঘটনার বিষয় জানতে পেয়ে তাৎক্ষনিক ভাবে রাতে নামাজের চর ফাড়িঁ থানা পুলিশ আহত ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যাক্তি থানায় রয়েছে। তবে কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/তাফসীর