কুমিল্লার চৌদ্দগ্রামে অনেক দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি কমলা বেগম ও মায়া বেগম নামের দু্ই নারীর। কাছের মানুষটির সন্ধান না পেয়ে কান্না থামছে না স্বজনদের। পরিবারের লোকজন এখনো তাদের ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।
জানা গেছে, কালিকাপুরের আবদুলাহপুর গ্রামের আবদুল মজিদের মেয়ে মায়া বেগম (২৬) গত ১৯ আগস্ট কুমিল্লায় চিকিৎসাধীন পিতাকে দেখতে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
২৫ আগস্ট মায়া বেগমের ফুফু জরিফা বেগম চৌদ্দগ্রাম থানায় একটি জিডি করেন। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮৫৩৭২৭৩৬১ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
গত ১১ মার্চ থেকে নিখোঁজ কমলা বেগমের বাড়ি কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। তার খোঁজে বিভিন্নস্থানে পোস্টার লাগিয়েছে স্বজনরা। কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৮৩১-৯৪৫১৫২ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০১ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা