লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মহিবুর রহমান প্রামাণিক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই বাংলাদেশি। শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মহিবুর রহমান প্রামাণিকের বাড়ি কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকায়। তার বাবার নাম নজু প্রামাণিক।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র ও গোড়ল ইউপির চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, বুড়িরহাট সীমান্ত দিয়ে মহিবুর রহমানসহ ১৬-১৮ জন রাখাল ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। এ সময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের বাড়িতে পৌঁছে দেয় অপর সঙ্গীরা। বাড়ি পৌঁছার আগেই মৃত্যু হয় মহিবুর রহমানের। অপর দুই রাখালকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০১ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা