বরিশালে উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুকুর থেকে দুলাল মোল্লা (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। দুলাল মোল্লা ওই গ্রামের আমীর মোল্লার ছেলে।
উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, দুলাল মোল্লা গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। শুক্রবার সকালে বাড়ির পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
দুলাল মোল্লা মানসিক বিকারগ্রস্ত ও মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তারপরও প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/০১ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা