শুক্রবার গভীর রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও গ্রামের মৃত বক্তার হোসেনের ছেলে।
বালিঝুড়ি সদর বীটের বীট অফিসার নুবস চন্দ্র হাজং জানান, কৃষক দুদু মিয়া বাড়ীর পাশে বন্য হাতির উৎপাতের কবল থেকে ফসল রক্ষা করার জন্য রাত জেগে পাহারা দিতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাতে টিলার টিন সেডে জমির ফসল পাহারা দিতে গিয়ে এক পর্যায়ে ঘুমিয়ে পরেন দুদু মিয়া। পরে শুক্রবার ভোর রাত তিনটার দিকে ঐ গ্রামের ক্ষেতের ফসল খাওয়ার জন্য বন্য হাতির দল পাহাড় থেকে নেমে আসে। এসময় হাতির দল ওই টিন সেড ঘর পদদলিত করে ভাঙচুর করে এবং ঘুমিয়ে থাকা কৃষক দুদু মিয়ার বুক, মাথা এবং হাতে আঘাত করে গুরুতর জখম করে। এসময় তার চিৎকারে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে রাত চার টার দিকে তিনি মারা যান। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন ও বালিজুরি রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৪