পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার বিকেলে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা (৪০), পুত্র আনোয়ার (১৮) ও কন্যা শারমিন (১৫)। এছাড়া এ ঘটনায় আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পঞ্চগড়ে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে অটো রিকশা যোগে বাড়ি ফিরছিলেন তারা। এসময় জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করে আসার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে অটোর যাত্রীরা মহাসড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মমিন সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৫