মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গাতে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু চালক মোস্তফা আলী (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় আলমসাধুর ১৫ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজ সংলগ্ম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের নুর বকসের ছেলে।
আহতরা হচ্ছেন একই গ্রামের আনেকা খাতুন, মৌসুমী, জেসমিন, সাজেদা খাতুন, সেন্টু মিয়া, শাহা আলম, হাসান, সাথি খাতুন, আখি খাতুন, আহাদ আলী, কোকিলা, রাকিবুল ও হাসি খাতুন। তারা মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বাসের ধাক্কায় আলমসাধুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় চালক মোস্তফার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা