খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার রিছাং ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মনসুর আহমেদ। সে খাগড়াছড়ি সদরের শালবাগান এলাকার মো. মনির হোসেনের ছেলে।
মনসুর স্থানীয় নতুন কুঁড়ি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিছাং ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেলে পানিতে ডুবে মনসুরের মৃত্যু হয়। প্রথমে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মরদেহ ঝর্ণার পানিতে ভেসে ওঠে।
এ বিষয়ে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনসুর ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায় মনসুর। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। আধা ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ