টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পুংলি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে পাঁচ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুসেতু সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহাব মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুংলি এলাকায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এসআই আরও জানান, এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম