অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সুমন বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন আলমগীর (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত আলমগীর ওই এলাকার আবদুল মতিনের পুত্র ও স্থানীয় সম্রাট বাহিনীর সদস্য।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ার রাতে চৌমুহনী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। নোওয়াব বাড়ির সামনে সেতু পার হওয়ার সময় সুমন বাহিনীর সদস্যরা তাকে গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী আনোয়ারকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী কমপোর্ট হাসপাতালে ভর্তি করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চৌমুহনীর টিএসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ছেলেটি বাড়িতে যাওয়ার সময় কে বা কারা তাকে গুলি করেছে । তার হাতে গুলি লেগেছে।
উল্লেখ্য, বেগমগঞ্জের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে সুমন বাহিনী ও সম্রাট বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে। এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্রাট বাহিনী ও সুমন বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা