পিরোজপুরের মঠবাড়িয়য় পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী দুই যমজ বোন মারা গেছে। শুক্রবার সকালে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের জানখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই বোনের নাম ফাতেমা আক্তার ও কুলসুম আক্তার। তারা জানখালী গ্রামের ভ্যানচালক সৈয়দ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে ফাতেমা ও কুলসুম দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। তাদের মা তখন রান্নাঘরে ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর সকাল সাড়ে আটটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা