মাদারীপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়। আহত হন কমপক্ষে ১৫জন।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জন মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার এসআই রমজান হোসেন বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা