কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা। নিহতের নাম মো. শাহজাহান মুন্সি (৬৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রাম মুন্সি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান মৃত আবদুল করিম ওরফে ধনু মিয়ার পুত্র। তিনি ত্রাণ ও পূণর্বাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তার জায়গা নিয়ে শাহজাহানের সাথে চাচাতো ভাই আবুল কাশেমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা-কাটাকাটির এক পর্যায় আবুল কাশেমের ছেলে মো. সায়েম প্রকাশ সাইম্মা(২৬) চাচা শাহজাহানের বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় শাহজাহানকে বাঁচাতে গেয়ে তার ছেলে বিপ্লবও আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। বিপ্লবকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার