লালমনিরহাটের পাটগ্রামে পৃথক ঘটনায় পানিতে ডুুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির ছাত্র বোরহান হোসেন বাবুর (১৫) মৃত্যু হয়। সে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। নিহত বোরহান পাটগ্রাম টিএন স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
এদিকে একই দিন দুপুরে উপজেলার ধরলাপাড় গ্রামে ধরলা নদীতে গোসল করতে গিয়ে কানন (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। খেলাধুলা করার এক পর্যায়ে ধরলা নদীতে ডুবে তার মৃত্যু হয়। কানন ওই গ্রামের জহির আলীর শিশু পুত্র বলে জানা গেছে।
পাটগ্রাম থানার অফিসার ইনসার্চ অবনি শংকর কর পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার