বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা যুবলীগের এক বর্ধীত সভায় শুক্রবার বিকাল ৩টায় এ ঘোষণা দেওয়া হয়।
সর্বশেষ ২০০৫ সালে গঠন করা হয়েছিল মোরেলগঞ্জ যুবলীগের এসব কমিটি। প্রায় এক যুগ পরে নতুন করে সাংগঠনিক ধারায় ফিরতে যাচ্ছে দলের নেতাকর্মীরা। তবে গ্রুপিংয়ের কারণে উল্লেখযোগ্য একটি অংশ এ সভায় যোগদান করেনি।
যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এইচ. এম মিজানুর রহমান জনি। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মোজাম্মেল হক মোজাম।
অন্যান্যের মধ্যে সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন হাওলাদার, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, চেয়ারম্যান মাহমুদ আলী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মোকছেদুল ইসলাম নাদিম, মেহেদী হাসান জিমি, শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বাদশা ও মো. জালাল উদ্দিন তালুকদার।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব