মাগুরায় মায়ের উপর অভিমান করে তাম্মি ইসলাম ঐশি নামের এক কলেজ ছাত্রী ও সাপের কামড়ে সজিব হোসেন নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।
মৃত ঐশি মাগুরা পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন ইসলাম হাওয়ার মেয়ে। সে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মায়ের উপর অভিমান করে ঐশি শহরের তাতিপাড়ার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময়ে শ্রীপুরে সজিব হোসেন নামের এক কৃষক সাপের কামড়ে আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব