চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া আমজুর হাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোচালক মো. আবদুল মোনাফ (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির অন্তত আরও ২০ জন।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মোনাফ কক্সবাজারের চকরিয়া উপজেলার চা-বাগান এলাকার আমির হামজার ছেলে।
আহতরা হলেন আরিফ (২৬), ফরহাদ (২৬), মিনহাজ (১৮), সানজিদা (৫), মো. জোসেফ (৪৮), মুজিবুর রহমান (৫০), নিজাম উদ্দীন (২৫), মো. মামুন (২৬), মোস্তাক উল্লাহ (১৭), মো. হারুনুর রশিদ (৬০), মো. তৌসিফ (৫), মো. জাফর (৪০)ও মো. হারুন (২৪)। বাকিদের পরিচয় জানা যায়নি।
পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জিল্লুর রহিম বলেন, দুপুরে উজিরপুর এলাকায় চট্টগ্রামগামী মাইক্রোবাস ও কক্সবাজারগামী সৌদিয়া চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মাইক্রোচালককে অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব