ফেনীর সোনাগাজীতে এক যুবলীগ নেতার গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের বাংলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মহিলা সদস্য নিপা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউপির ৮ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে তার ছেলে রুবেলকে (২৫) হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ রুবেলকে বাঁচানোর চেষ্টাকালে তার স্বামী লাতু মিয়াকেও তারা গুলি করে। এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা একটি কাটা বন্দুক ফেলে বোমা বর্ষণ করতে করতে পালিয়ে যায়।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব