মাগুরা সদর উপজেলার সাংদা লক্ষীপুর গ্রামে বখাটের উৎপাতে গলায় ফাঁস লাগিয়ে হ্যাপী (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বখাটে মুরাদ ও সাব্বির প্রায়ই হ্যাপীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এ নিয়ে বখাটে যুবকদের অভিভাবকদের সাথে কয়েক দফা দেনদরবার করেও কোন সমাধান হয়নি। বৃহস্পতিবারও বখাটে দু'যুবক হ্যাপীকে কুপ্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করে। এতে অসহ্য হয়ে লোক লজ্জায় ও ক্ষোভে হ্যাপী বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির পাশে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা জানাজানি হলে মুরাদ ও সাব্বির গা ঢাকা দিয়েছে।
বখাটে সাব্বির (১৫) সদর উপজেলার গজদুর্বা গ্রামের গিয়সিউদ্দিনের ছেলে এবং মুরাদ (১৪) পার্শ্ববর্তী শালিখা উপজেলার ছানি আড়পাড়া গ্রামের জাহিদুলের ছেলে। হ্যাপির লাশ ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়। সাংদা লক্ষীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল ইসলাম ও হ্যাপীর ভাই মো. মনিরুজ্জামান এ উত্যক্ত করা ও আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন।
সদর থানার এসআই মিলন জানান, এ ঘটনায় হ্যাপির মা শাহনাজ বেগম বাদী হয়ে দু'বখাটে যুবকের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ