ঝালকাঠির কাঁঠালিয়ায় মিজানুর রহমান (১৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শৌলজালিয়ায় গ্রামের বাড়ির বাগানের একটি কড়ই গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মায়ের নামে মিলাদের ঘটনা নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে অভিমান করেন মিজান। পরে সবাই নামাজে গেলে মিজান বাগানের গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইউম জানান, রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ