বাস ও ট্রাক সংঘর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার সকাল ৭টার দিকে মির্জাপুরের ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশুঙ্কাজনক।
গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
গোড়াই হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা