টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইছাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে পাঁচজন নিহত হওয়ার পর এবার একই জেলার কালিহাতি উপজেলায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিস্তারিত জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ওই মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীতমুখী একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ইছাইলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।
বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম