এখনও কালকিনিতে থামেনি ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষ। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাটাবালী গ্রামে শনিবার সকালে সংঘর্ষ ঘটেছে মোক্তার মোল্লা ও দেলোয়ার আকন গ্রুপের মধ্যে। উভয় পক্ষের সংঘর্ষে আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে মো. ইমারত আকন, আরিফ আকন, মিরাজ, হাবিব, বজলু, রহিমকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষের কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ