কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
নিহত রাজ্জাক (৪৬) উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী আবদুর রাজ্জাক নিহত ও বাস চালকের সহকারীসহ চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ