সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর দেড় টার দিকে যমুনা নাদীর ৩ নম্বর ক্রসবাদ এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, যমুনার উজান থেকে ভেসে আসা ওই লাশটি যমুনা নদীর ৩ নং ক্রসবাদ এলাকায় তীরে আসার পর স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দীর্ঘদিন পানিতে ভাসার কারণে লাশটি পচে যায়। যে কারণে লাশটির বয়স বোঝা যাচ্ছে না বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার