গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিশু, কিশোর ও যুব সাংস্কৃতিক উৎসব।
সোমবার সকালে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে জেলা শিল্পকলা একাডেমী এ উৎসবের আয়োজন করে।
শিল্প, সাংস্কৃতিক, সৃজনশীল ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ উৎসবের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাতিত্বে অনুষ্ঠিত উৎসবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তিতে অংশ নিচ্ছে। এ উৎসব চলবে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন