লালমনিরহাটের হাতীবান্ধায় আরজিনা খাতুন (১৭) নামে একাদশ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা-মাসহ পাঁচজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া বালাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার মধ্যরাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামে বিয়ের আসর থেকে তাদের আটক করা হয়। রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারজনের একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও কনের মা মনোয়ারা বেগমকে একহাজার টাকা জরিমানা করেন। সোমবার দুপুরে দ্ণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কনের বাবা আলাল বকস্ (৪৭),মা মনোয়ারা বেগম (৩৮), চাচা রাজু মিয়া(২৪),চাচাতো ভাই জিল্লুর রহমান (২৮) ও মামাতো ভাই গোলাম কিবরিয়া বাবু(১৮)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে দ্ণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ