৮বস্তা সরকারী চালসহ পুলিন চন্দ্র রায় নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিন চন্দ্র রায় দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বর্তমান সদস্য।
সোমবার দুপুর ১২টায় খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান অভিযান চালিয়ে ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারী ১০টাকা কেজি দরে বিক্রয়ের জন্য ৮বস্তা চাল উদ্ধার করেন।
খানসামা থানার ওসি মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিবার ১০টাকা কেজি দরে চাল বিক্রয়ের ব্যাপারে দুর্নীতি অভিযোগ এনে হতদরিদ্র লোকজন বিক্ষোভ সমাবেশ সহকারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ সদস্য পুলিশ পুলিন চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৮বস্তা সরকারী চালসহ তাকে আটক করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, রবিবার সকাল ১১ টায় বাংলাদেশ কমিউনিষ্ট পাটি খানসামা উপজেলা শাখার উদ্যোগে হাজার হাজার হত দরিদ্র বঞ্চিত মানুষ চালের দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও কার্যালয় ঘেরাও করে। পরে স্মারক লিপি প্রদান করে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন