যশোরের কেশবপুরে আতাউর রহমান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যায় উপজেলার পাথরঘাটা-মনোহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আতাউর ওই গ্রামের বাবর আলী সরদারের ছেলে। তিনি স্থানীয় রাজ্জাক নামে এক ব্যক্তির মাছের ঘেরের কর্মচারী ছিলেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন