পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে গাড়ির সারি কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে। কমপক্ষে ৫ শতাধিক ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। সোমবার (০৩ অক্টোবর) রাত ১১টার দিকে এমন চিত্র দেখা গেছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, পাটুরিয়া ফেরিঘাটে প্রায় ৩০০ ট্রাক এবং অর্ধশত বাস পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
অপরদিকে নদী পার হয়ে আসা যাত্রী হাসান জানান, দৌলতদিয়া ফেরিঘাটে কয়েক কিলোমিটার পর্যন্ত বাস-ট্রাকের সারি। তারা প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে ফেরি পেয়েছেন। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দৌলতদিয়া ঘাটে প্রায় আড়াইশ' বাস-ট্রাক নদী পার হওয়ার অপেক্ষায় আছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ