ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস কর্মকর্তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে অপহরণের চেষ্টাকালে ৪ জনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। সোমবার রাত সাড়ে ৮টায় ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাশেদ কবির (২৯), কয়েদ আলী (৫০), মামুন (২৫) এবং সিরাজ উদ্দিন (২৬)।
জানা যায়, রাত ৮টার দিকে গার্মেন্টস ছুটি হওয়ার পর আসাদুজ্জামান পায়ে হেঁটে কচমচ বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। এসময় একটি প্রাইভেটকারে ওই চারজন ডিবি পরিচয় দিয়ে তাকে তুলে নেয়। এরপর তার বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করে। এদিকে গাড়িটি নান্নার এলাকায় গেলে আসাদুজ্জামান মূত্রত্যাগের কথা বলে দৌড় দেয়। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঐ চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে জানতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল