মাদারীপুর সদর উপজেলার কাঠপট্টি এলাকার কুমার নদে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই লাশটি ভেসে অন্যত্র চলে যায়। পরে পুলিশ লাশটি সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/ফারজানা