ঠাকুরগাঁও বালিয়া ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের চালের তালিকায় একই পরিবারের ৭ সদস্যের নাম থাকায় সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে করে হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজি দরে চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম চৌধুরী মুক্তি জানান, কার্ডগুলো সংশোধন করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের নামে যে কার্ড গুলো হয়েছে সেগুলো ফেরৎ নিচ্ছি।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস রমেশ চন্দ্র সেন বলেন, এসব অনিয়ম দুর্নীতির জন্য তদন্ত দল গঠনপূর্বক যাচাই বাছাই করা হবে। প্রয়োজনে এসব তালিকা পরির্বতনসহ নতুনভাবে ডিলার নিয়োগের ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে আমি একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঠাকুরগাঁও উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার