খাগড়াছড়িতে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে আজ ৫ বাঙালি সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। তবে খাগাড়াছড়ির পৌর শহরে হাট বার থাকায় সকালে দোকান-পাঠ খোলা ছিল ও যান চলাচল স্বাভাবিক ছিল। শুধুমাত্র দূর-পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।
এদিকে হরতাল পালনকারীরা বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালাতে দেখা গেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার