টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদী থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সন্ধ্যায় জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নাফ নদী থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি চার/পাঁচ দিন আগের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ