কক্সবাজারের রামুতে এক উপজাতি তরুণীকে অপহরণ চেষ্টার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। শনিবার রামুর খুনিয়াপালং ইউনিয়নের তুলাতলি থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওরফে মিজান (৩০) তুলাতলি এলাকার লাল মোহাম্মদের ছেলে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, মিজানুরের বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির এক চাক তরুণীকে অপহরণের অভিযোগ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার রাতে রামু সদরের চৌমুহনী স্টেশন থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন উপজাতি তরুণী হ্লা নু চাক (১৮)। পথে সঙ্গে থাকা খালু তাকে অটোরিকশায় রেখে পাশের দোকানে যান। এই সুযোগে তরুণীকে নিয়ে অটোরিকশা চালক পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তরুণীটি চলন্ত গাড়ি থেকে লাফ দেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কবির হোসেন জানান, এ ঘটনার পর থেকে এই অটোরিকশা চালককে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তার বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।
বর্তমানে মেয়েটি কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
আহত তরুণী হ্লা নু চাক নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যাউচিং চাকের মেয়ে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ