রংপুর জেলার মিঠাপুকুরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
তিনি বলেন, গভীর রাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব