বাঙ্গালী ছাত্র পরিষদসহ ৫ বাঙ্গালী সংগঠন আজ রবিবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচি পালন করছে।
এদিকে সকাল থেকে এ কর্মসূচির ফলে খাগড়াছড়ি শহর থেকে কোন দূর-পাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরেও কোন ধরনের যানবাহন চলাচল করছে না । পিকেটাররা মোড়ে মোড়ে সক্রিয় অবস্থানে রয়েছে।
এর আগে পাবর্ত্য ভূমি কমিশনের সংশোধনি আইন বাতিল ও ৩০শে অক্টোবর রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে বাঙ্গালী ছাত্র পরিষদসহ ৫বাঙ্গালী সংগঠন এ সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচীর ডাক দেন।
অন্যদিকে শহরে অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৬/হিমেল